Ali Dawah Answered The Toughest Atheism Questions! - Only in 1 Minute - Deepstash
Ali Dawah Answered The Toughest Atheism Questions! - Only in 1 Minute

Ali Dawah Answered The Toughest Atheism Questions! - Only in 1 Minute

Curated from: Towards Eternity

Ideas, facts & insights covering these topics:

12 ideas

·

160 reads

1

Explore the World's Best Ideas

Join today and uncover 100+ curated journeys from 50+ topics. Unlock access to our mobile app with extensive features.

১ মিনিট যুক্তিতেঃ সৃষ্টিকর্তা নিয়ে কঠিনতম প্রশ্নের খণ্ডন

4

29 reads

সৃষ্টিকর্তা আছে তা প্রমাণ করুন

ধরুন আপনি ফেসবুক ব্যবহার করেন। সেজন্য আপনার কম্পিউটার/ফোন লাগবে, ইন্টারনেট লাগবে, বিদ্যুত লাগবে, বিদ্যুত উৎপাদনে প্রাকৃতিক সম্পদ লাগবে, একটা পৃথিবী লাগবে। এই পৃথিবীর বর্তমান অবস্থার সপক্ষে সাহায্যকারী সূর্য, চাঁদ, মহাকাশীয় সব ব্যবস্থা লাগবে। এভাবে চলতেই থাকবে।

কিন্তু এর একটা শেষ থাকা লাগবে। যেখানে এটা বোধগম্য হবে। যা হল স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ ও আবশ্যক সত্তা, যিনি সৃষ্টিকর্তা।

4

25 reads

আবশ্যক সত্তাটি কেন এই জগত/প্রকৃতি হতে পারে না?

তার মানে স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ ও আবশ্যক সত্তার প্রয়োজনীয়তা আপনি মেনে নিচ্ছেন।একই ধারনা যদি আমরা প্রকৃতিতে প্রয়োগ করি, দেখা যায়, প্রকৃতি পরাধীন এবং নির্ভরশীল।

4

21 reads

সৃষ্টিকর্তা কি নিজেই নিজের ক্ষমতায় হার মানতে পারেন?

(সৃষ্টিকর্তা কি এমন ভারি পাথর তৈরি করতে পারেন যেটা সরানো সম্ভব না, ফলে এটি তিনি নিজেই আর সরাতে পারবেন না? দর্শনে এটি অমনিপটেন্স প্যারাডক্স নামে পরিচিত)

এই প্রশ্নটি প্রশ্ন করার ছলে করা। এটি একটি অকর্মণ্য প্রশ্ন। 

আমরা যদি প্রশ্ন করি সৃষ্টিকর্তা কি নিশ্চিহ্ন হয়ে যেতে পারেন? সৃষ্টিকর্তাকে আমরা আমাদের আলোচনায় স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ ও আবশ্যক সত্তা বলে প্রতিষ্ঠিত করেছি। ফলে সৃষ্টিকর্তা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ভিত্তিটি নাকচ হয়ে যায়।

তেমনি ভাবে সৃষ্টিকর্তা একটি পাথর বানাবেন যেটা তার সরানোর ক্ষমতার ঊর্ধ্বে এটি একটি বাতিল প্রশ্ন।

4

7 reads

একাধিক সৃষ্টিকর্তা থাকতে পারে?

সৃষ্টিকর্তাকে আমরা আমাদের আলোচনায় স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ ও আবশ্যক সত্তা বলে প্রতিষ্ঠিত করেছি। আরেকজন সৃষ্টিকর্তা থাকলে, যে কোনো একজন সৃষ্টি কর্তা আর স্বয়ংসম্পূর্ণ ও আবশ্যক সত্তা থাকতে পারেন না।

4

14 reads

সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে কে তাঁকে সৃষ্টি করেছে?

সৃষ্টিকর্তাকে আমরা আমাদের আলোচনায় স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ ও আবশ্যক সত্তা বলে প্রতিষ্ঠিত করেছি। কেউ সৃষ্টিকর্তাকে সৃষ্টি করলে সৃষ্টিকর্তা, নির্ভরশীল হয়ে যান, স্বয়ংসম্পূর্ণ থাকতে পারেন না।

4

15 reads

কেন ইসলাম?

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, যেসব বাচ্চারা কোন ধর্ম সম্পর্কে না জেনে বড় হয়, সবাইকে "এক" সৃষ্টিকর্তায় বিশ্বাস (মনোথিয়েজম) করতে দেখা যায়। ২-৩ নয়।

খ্রিষ্টান ধর্ম মনোথিয়েজম বলে কিন্তু তারা তিনের ভেতরে এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। হিন্দুধর্ম মিলিয়নের ভেতরে এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে।

একমাত্র ইসলাম "বিশুদ্ধ" মনোথিয়েজম। তাছাড়া কুরআনই একমাত্র সংরক্ষিত ধর্ম গ্রন্থ যার মধ্যে বিস্ময় আছে।

ঈসা (আঃ) বা মুসা (আঃ) এর বিস্ময়ের কোন প্রমাণ নেই, কারণ সেগুলো ওই সময়ের জন্য সীমাবদ্ধ ছিল। কিন্তু কুরআন সার্বজনীন তাই এটা এখনও আছে। আপনি কুরআন ছুঁতে পারবেন এটা বিশ্লেষণ করতে পারবেন।  

4

7 reads

কুরআনের একটি বিস্ময়ের কথা বলুন

আপনাকে ৩টি বিস্ময়ের কথা বলবো।

কুরআনে আছে আবু লাহাব এবং তার স্ত্রী কাফির থেকে মারা যাবে এবং জাহান্নামে যাবে। আবু লাহাবের পক্ষে ইসলামকে বানোয়াট প্রমাণ করা খুব সহজ ছিল।

আবু লাহাব শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করলেই ইসলামকে বানোয়াট প্রমাণ করা যেতো, কিন্তু সে সেটা করেনি।

আবু লাহাবেরা যেকোনো মূল্যে রাসুলকে (সাঃ) ঠেকাতে মরিয়া ছিল, অথচ এক বাক্যে ১০ সেকেন্ডে সে পুরো ইসলামকে জাল প্রমাণ করতে পারতো।

4

7 reads

কুরআনের আরেকটি বিস্ময়ের কথা বলুন

ইউসুফ (আ:) এর সময়কার শাসনকর্তাকে কুরআনে বলা হয়েছে রাজা, আর মুসা (আঃ) এর সময়কার শাসনকর্তাকে বলা হয়েছে ফেরাউন।

বাইবেলে ইউসুফ (আ:) এবং মুসা (আঃ) দুই সময়ের শাসনকর্তাকেই ফেরাউন বলা হয়েছে। যেটা পরবর্তীতে সংশোধন করা হয়েছে যখন Rosetta Stone থেকে হায়ারোগ্লিফিক্সের মানে বের করা হয়েছে। ইউসুফ (আ:) এর সময়ে ফেরাউনের ডাইনেস্টি তখনও আসেনি।

কুরআন এটা জানলো কি করে?

কুরআন নাকি বাইবেলের নকল! তাহলে কুরআন এই ভুলটা কেন নকল করেনি?

এটি একটি খুবই নির্দিষ্ট ও সঠিকতম সত্য যা কেবল কুরআনে পাওয়া যায়।

 

4

4 reads

কুরআনের আরও একটি বিস্ময়ের কথা বলুন

পারসিয়ানরা রোমানদের শুধুই হারায়নি, তাদের প্রায় নিশ্চিহ্ন করে ফেলেছিলো। অথচ কুরআনে দাবি করা হয়েছে, রোমানরা হেরেছে, কিন্তু তারা জিততে যাচ্ছে। 

এটা কল্পনা করাই কঠিন। ব্যাপারটা এমন যে আপনি বললেন আপনি আমেরিকা জয় করবেন এবং ট্রাম্পকে হারিয়ে দেবেন। এটা পাগলের প্রলাপ।

প্রায় ৩-৯ বছরের মাথায় রোমানরা পারসিয়ানদের হারিয়ে দেয়। এগুলো ঐতিহাসিক তথ্য।

এরকম শতশত কুরআনের বিস্ময় আছে।

4

8 reads

বিজ্ঞানীরা সৃষ্টিকর্তাকে প্রমাণ করতে পারেনি আর আপনি পেরেছেন, তাই কি?

বিজ্ঞান ৫টি ইন্দ্রিয় দিয়ে ভৌত দুনিয়াকে পরিমাপ করে। বিজ্ঞান অতিপ্রাকৃত নিয়ে কথা বলে না। তারা ভৌত জগতে সীমাবদ্ধ।

অথচ তারা কৃষ্ণবস্তু খুঁজে পেয়েছে যা তারা দেখতে পায় না, ধরতে পায় না, শুনতে পায় না, ঘ্রাণ নিতে পায় না, অনুভব করতে পায় না।

একইভাবে সৃষ্টিকর্তাকেও দেখা যায় না, ধরা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেয়া যায় না, অনুভব করতে পারা যায় না। তার মানে কি তিনি নেই?

তাছাড়া বিজ্ঞানের সাথে সৃষ্টিকর্তার কোন সংঘর্ষ নেই। অনেক বিজ্ঞানী আছেন যারা উচ্চতর শক্তিতে বিশ্বাস করেন, যেমন আইনস্টাইন।

 

4

9 reads

সময় অসীম হলেতো সম্ভাবনাও অসীম, তাই জগত সৃষ্টি হয়ে যাওয়াও অসম্ভব না

আপনি যদি একটি প্লেট অসীম সময় ধরে রেখে দেন, সেখানে কি বিরিয়ানি তৈরি হবে? এটা সম্ভব না। 

বিরিয়ানি তৈরির উপাদান যদি অনুপস্থিত থাকে, সময়ের ভূমিকা এখানে অপ্রাসঙ্গিক।

আপনি অনন্তকাল অপেক্ষা করলে এই প্লেটে বিরিয়ানি বা কোন সৃষ্টিজগত দেখতে পাবেন না, যদি না তা তৈরির উপকরন থাকে।

4

14 reads

IDEAS CURATED BY

CURATOR'S NOTE

"কেন ইসলাম?" এর যথার্থ ও যৌক্তিক জবাবের ভাবার্থ অনুবাদ।

Tanzim Saqib's ideas are part of this journey:

Giving Effective Feedback

Learn more about personaldevelopment with this collection

How to manage workplace stress

How to prioritize and make better decisions

How to learn anything fast

Related collections

Similar ideas

How to Process Your Emotions

3 ideas

How Perfectionism Makes Us Ill

4 ideas

Read & Learn

20x Faster

without
deepstash

with
deepstash

with

deepstash

Personalized microlearning

100+ Learning Journeys

Access to 200,000+ ideas

Access to the mobile app

Unlimited idea saving

Unlimited history

Unlimited listening to ideas

Downloading & offline access

Supercharge your mind with one idea per day

Enter your email and spend 1 minute every day to learn something new.

Email

I agree to receive email updates